নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করলেন সাকিব
মাগুরায় স্থানীয় মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এসময় জামাতে আরও ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুম রেজাসহ ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

নামাজ শেষে ক্রিকেটার সাকিব আল হাসান, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ বছর জেলার চার উপজেলার ৪৬৪টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
জেএস/এএসএম