সিলেটের শাহী ঈদগাহে দুই মেয়রের কোলাকুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৯ জুন ২০২৩

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ও বর্তমান মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন। দুই মেয়র কুশল বিনিময় করেন। পরে মেয়র আরিফুল হক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গেও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার (২৯ জুন) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটসহ সারাদেশের মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করছে।

সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এখানে নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

আরও পড়ুন: নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করলেন সাকিব

jagonews24

সিলেটের এই ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মুসল্লি অংশ নেন।

এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।

ছামির মাহমুদ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।