চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৯ জুন ২০২৩

চাঁদপুরে সেমাই খেয়ে নারী ও শিশুসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থরা হলেন- আবরাহাম (৩), নুর নবী (৩), আনন্দ (১৩, আঁখি বেগম (৩০), নুর জাহান (৩২), জাহানারা বেগম (৩০)। তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা। এর মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন: গরুর লাথিতে ভেঙেছে হাড়, চাকু ফসকে কেটেছে হাতের রগ

হাসপাতালে আসা অসুস্থদের স্বজনেরা জানান, সকালে সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে সবাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যরা দ্রুত অসুস্থ সবাইকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সুশান্ত বলেন, অসুস্থ তিনজনকে ঢাকায় রেফার করা হয়েছে। কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নজরুল ইসলাম আতিক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।