মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১০ এএম, ০১ জুলাই ২০২৩

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ছয়জন আহত হয়েছেন। একই সঙ্গে পাঁচটি বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার সুবাস পোদ্দার (৩০), দ্বীপ পোদ্দার (১৮), লক্ষ্মী রানী পোদ্দার (৫০), হরিদাস পোদ্দার (৪৫), জয় পোদ্দার (২২) ও বাকি একজনের নাম জানা যায়নি।

স্থানীয়, আহত ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকায় বালুর মাঠে শুক্রবার বিকেলে ফুটবল খেলছিলেন স্থানীয় কয়েকজন যুবক। খেলার সময় জয় পোদ্দারের সঙ্গে বাগবিতণ্ডা হয় একই এলাকার রাজীব মোল্লার। এ ঘটনার জেরে সন্ধ্যায় রাজীব মোল্লা লোকজন নিয়ে জয় পোদ্দার ও তার প্রতিবেশীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা পাঁচটি ঘরবাড়ি ভাঙচুর করেছে। বাঁধা দিতে গেলে হামলায় ছয়জন আহত হয়। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: গড়াই নদের পাড় থেকে রাসেল ভাইপার উদ্ধার

ভুক্তভোগী জয় পোদ্দার বলেন, ফুটবল খেলা নিয়ে রাজিব মোল্লার সাথে আমার বাগবিতণ্ডা হয়। আবার খেলার সময় তা ঠিক হয়ে যায়। সন্ধ্যার দিকে রাজিব তার লোকজন নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। আমরা এই হামলার বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত রাজীব মোল্লার মোবাইলে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরসহ আহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।