মাদারীপুরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৫০ এএম, ০২ জুলাই ২০২৩

মাদারীপুরের ডাসারে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া খোকন মুন্সিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ভাউতলী গ্রামের একটি পাটক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোকন মুন্সি ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে।

আরও পড়ুন: মাদারীপুরে হাতকড়াসহ পালিয়েছেন মাদক মামলার আসামি

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকন মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা গ্রেফতার করেন ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র মুখোপাধ্যায়। পরে আসামি খোকন মুন্সিকে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে থানায় দিকে রওনা দেন। মোটরসাইকেলটি বয়াতিবাড়ি এলাকায় আসলে হাতকড়াসহ লাফ দিয়ে খোকন মুন্সি পালিয়ে যান। পরে পুলিশের একাধিক টিম আসামিকে গ্রেফতারের জন্য অভিযানে নামে। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ভাউতলী গ্রামের একটি পাটক্ষেত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সিকে রাতে একটি পাটক্ষেত থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।