মাদারীপুরে ত্রিমুখী সংঘর্ষ

৫ ঘণ্টা পর ঢাকা-বরিশাল সড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৩ জুলাই ২০২৩

মাদারীপুরের রাজৈরে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার আমগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-বরিশাল সড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে সোনালী পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষ হয়। এসময় মালবাহী একটি কাভার্ডভ্যান বাসে ধাক্কায় দেয়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজৈরের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন: মুকসুদপুর-বরইতলা সড়কে বাস চলাচল বন্ধ 

jagonews24

এদিকে দুর্ঘটনার পর সকাল ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর পর সড়ক স্বাভাবিক হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে সময় লেগেছে। এ জন্য সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, দুর্ঘটনার পর পুলিশ যানজট নিরসনে কাজ করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।