বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৫ মার্চ ২০১৬

বান্দরবান সরকারি কলেজের এক শিক্ষককে হঠাৎ বদলি করায় ক্ষুব্দ হয়ে উঠেছে কলেজের শিক্ষারর্থীরা। মঙ্গলবার সকালে শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বান্দরবান প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। এর আগে তারা জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।

কলেজ ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, বান্দরবান সরকারি কলেজে শিক্ষক না দিয়ে হঠাৎ করে কলেজের প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড.আরশাদুল আলমকে দেবিদ্বার সরকারি কলেজে বদলি করা হয়েছে। এর প্রতিবাদে ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এদিকে মানববন্ধন থেকে বক্তারা শিক্ষক বদলির কারণে কলেজে ওই বিভাগের শিক্ষক সঙ্কট দেখা দেবে বলে জানায় । এছাড়া বদলির আদেশ প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন উপস্থিত বক্তারা।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।