পঞ্চগড়ে ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
পঞ্চগড়ে টানা ভারী বৃষ্টির প্রভাবে নদী সংলগ্ন বিভিন্ন মহল্লাসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পঞ্চগড় পৌরসভাসহ উপজেলা সদরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই এসব এলাকা বন্যাকবলিত হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সোমবার (৩ জুলাই) সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পঞ্চগড় পৌরসভা এলাকার কামাতপাড়া, তুলার ডাঙ্গা, নিমনগর খালপাড়া, হঠাৎপাড়া, পুরানা ক্যাম্পসহ নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলা সদরের ভাঙ্গামালি ব্রিজের পানি প্রবাহ বন্ধ করে বসতবাড়ি গড়ে ওঠায় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকা।
বলেয়াপাড়া এলাকার সলিমত আলী বলেন, ‘চারদিন ধরে আমরা পানিবন্দি। ঘরে পানি ঢুকেছে। এজন্য রাতে বাড়িতে থাকতে পারছি না। আশপাশের মানুষজন আমাদের রান্না করে খাবার দিচ্ছেন।’
তিনি বলেন, ‘গত বর্ষায় আমাদের বাড়িতে পানি ওঠেনি। এখানে ভাঙ্গামালি ব্রিজ দিয়ে পানি চলাচল বন্ধ থাকায় আমাদের গ্রামের প্রায় ৫০টি বাড়িতে পানি লেগে থাকছে।’
পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, টানা এবং ভারী বৃষ্টির ফলে নদী সংলগ্ন বিভিন্ন নিচু এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা সমস্যা নিরসনে চেষ্টা চলছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বলেন, দুর্গত এলাকায় শুকনা খাবার ও খিচুড়ি বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের সহায়তা করা হবে।
সফিকুল আলম/এসআর/জিকেএস