মঠবাড়িয়ায় বিএনপির ৩৭ নেতা কর্মীর পদত্যাগ


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৫ মার্চ ২০১৬

মঠবাড়িয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে ১ নম্বর তুষখালী ইউনিয়নের ৩৭ জন বিএনপি নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার এ বিষয়ক এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন তুষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, রুহুল আমীন দুলাল চেয়ারম্যান প্রার্থীর যোগসাজসে মোটা টাকার বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে সরকার দলীয় এজেন্ট ছগির হাওলাদারকে মনোনয়ন দিয়েছে। গত সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী যখন নির্বাচন বর্জন করেছে তখন এই ছগির আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করেছে।
এ সময় পদত্যাগকারী নেতারা বলেন, একজন বির্তকিত লোককে মনোনয়ন দিয়ে দলকে ছোট করা হয়েছে। প্রকৃত দলীয় লোকদের বাদ দিয়ে বির্তকিত লোককে মনোনয়ন দেয়ায় স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
 
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সব কিছুর পরেও দলের ত্যাগী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করলেও অজানা কারণে ১১ মার্চ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে তুষখালী ইউনিয়ন কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দলীয় চেয়ারম্যান প্রর্থীর পক্ষে নিষ্ক্রিয় থাকার অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সে কারণে ৩৭ জন সদস্য সকল পদ-পদবী থেকে অব্যহতির জন্য জেলা ও উপজেলা কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রুহুল আমীন দুলাল সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি পদত্যাগকৃত নেতা কর্মীদের উল্টো দায়ী করে বলেন, তারা লোভ লালসায় আকৃষ্ট হয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।