মাদারীপুরে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:২০ পিএম, ০৪ জুলাই ২০২৩

মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ছয়জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খাতিয়াল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের স্থানীয় সিরাজ মল্লিক ও এমদাদ খান পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ছয়জন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ডাসার থানাপুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৬

এ ঘটনায় অভিযুক্ত সিরাজ মল্লিক ও এমদাদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।