বৃষ্টিতে বাড়ির পাশে ডোবায় জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:১০ এএম, ০৫ জুলাই ২০২৩

পাবনার ঈশ্বরদীতে খাদের পানিতে ডুবে তাইয়েবা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পৌরশহরের ভেলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাইয়েবা ভেলুপাড়া এলাকার রেহান প্রামানিক রাজুর মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত দোতালা ভবন অপসারণের পর সেখানে খাদের সৃষ্টি হয়। গত এক সপ্তাহের বৃষ্টিপাতে সেখানে পানি জমেছে। তাইয়েবা তার মা তানিয়ার সঙ্গে বিকেলে বাড়ির পাশে বসে ছিল। তানিয়ার মা বাড়ির ভেতরে গিয়ে কিছুক্ষণ পরে এসে দেখে তাইয়েবা নেই।

আশপাশে খোঁজাখুঁজির পর ডোবার কাছে গিয়ে দেখতে পান- তাইয়েবার জামা ভেসে আছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামীম তাইয়েবার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ মহসীন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।