সহযোগী অধ্যাপককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৫ জুলাই ২০২৩
সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সঞ্জয় কুমার সরকার (৩৪) নামে এক সহযোগী অধ্যাপককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৪ জুলাই) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

সঞ্জয় সরকার উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের অধীর চন্দ্র সরকারের ছেলে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাপুর গ্রামের সঞ্জয় কুমার সরকারের বাড়ি সংলগ্ন একটি রেকর্ডভুক্ত রাস্তা রয়েছে। পাশের জমির মালিক নয়ন কুমার সরকার রাস্তাটি নিজের জমি দাবি করে বিভিন্ন সময়ে মাটি কেটে নেন। এতে জনসাধারণের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়। এ ঘটনায় সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকারসহ রাস্তা দিয়ে চলাচলকারী অন্যরা বাধা দেন। পরে গত ২ জুলাই সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ স্থানীয়রা বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে নয়ন ও তার লোকজন সঞ্জয় কুমারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত অন্যরা হলেন, তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতিকুর রহমান (২৪), আইয়ুব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২২), আনছার আলীর ছেলে লিটন মিয়া (২২), নির্মল চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার (২২)।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার জাগো নিউজকে বলেন, কয়েকজন মাদকাসক্ত আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ নিয়ে আইনের আশ্রয় নিয়েছি। সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে মামলা করবো।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য রুহুল আমিন জাগো নিউজকে বলেন, রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা করেও সেদিন সমাধান করা সম্ভব হয়নি। সেদিন অতর্কিতভাবে কয়েকজন উশৃঙ্খল ছেলে সঞ্জয় সরকারের ওপর চড়াও হয়। বিষয়টি দুঃখজনক।

বুধবার (৫ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জাগো নিউজকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধে হুমকির ঘটনায় সঞ্জয় সরকার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শামীম সরকার শাহীন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।