ঢাকা থেকে আসা ৩ ডেঙ্গু রোগী দিনাজপুর মেডিকেলে ভর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৫ জুলাই ২০২৩

ঈদের সময় ঢাকা থেকে আসা তিন ডেঙ্গু রোগী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। সাতজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বুধবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসাধীন তিন রোগী হলেন সদর উপজেলার নয়নপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী সম্পা খাতুন (২৫), শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া মহল্লার মৃত নুরুল আমিন দুলালের ছেলে সিয়াম মীর্জা (২৫) ও বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ আলাইকুড়া গ্রামের আলমগীর হোসেন (৪০) ।

আলমগীর হোসেন বলেন, তিনি ঢাকায় গার্ডের চাকরি করেন। ঈদের আগের দিন বাড়িতে আসার আগে জ্বরে আক্রান্ত হন। পরে দিনোজপুরে এসে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। শনিবার (১ জুলাই) তিনি হাসপাতালে ভর্তি হন। এখন আগের তুুলনায় সুস্থতা অনুভব করছেন।

ঢাকা থেকে আসা ৩ ডেঙ্গু রোগী দিনাজপুর মেডিকেলে ভর্তি

আরেক রোগী সিয়াম মীজা জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। ঈদের আগের দিন দিনাজপুরে এসেছেন। বাসায় এসে জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত হন। পরে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। পরে রোববার (২ জুলাই) হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গু রোগী সম্পা খাতুন কথা বলতে রাজি হননি। তবে তিনিও ঢাকা ফেরত বলে জানা গেছে।

হাসাপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসে এ পর্যন্ত মোট সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনজন চিকিৎসাধীন। জুনে ৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।