ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা সাব মাঝি হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:০১ পিএম, ০৬ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এবাদুল্লাহ নামে এক সাব মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম-১ নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে তাদের ওপর চালানো নির্যাতনের তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে প্রতিনিধিরা উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে তথ্য সংগ্রহ করছিলেন। এসময় ক্যাম্পটির একটি ব্লকের সাব মাঝি এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

ওসি আরও বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগেও একাধিক ক্যাম্প নেতা ও উপনেতাকে হত্যা করেছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। মাদক কারবারের নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রুপ, উপ-গ্রুপের মাঝে এ হত্যাকাণ্ড ঘটে বলে দাবি সংশ্লিষ্টদের। এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে প্রায় আড়াইশ হত্যাকাণ্ড ঘটেছে। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।