বরগুনা

ফেরির গ্যাংওয়ে তলিয়ে ব্যাহত যান চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৬ জুলাই ২০২৩

বরগুনায় নদীর পানি বৃদ্ধি পাওয়া আমতলী ফেরির গ্যাংওয়ে তলিয়ে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় পাঁচ হাজার যাত্রী।

জানা যায়, পূর্ণিমার জোয়ার ও বৃষ্টির প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিকের চেয়ে ১৫ সেন্টিমিটার পানি বেড়েছে। এ কারণে আমতলী ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। মানুষ কোমর পরিমাণ পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। একই সঙ্গে ফেরিঘাটের গ্যাংওয়ে পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ফেরিঘাটে আসা যাত্রী মেহেদী হাসান বলেন, গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় চলাচলে বেশ সমস্যা হয়েছে। কোমর পরিমাণ পানি ডিঙ্গিয়ে কিনারে উঠতে হয়েছে।

Borguna2.jpg

আরও পড়ুন: থানায় এক সন্তান নিয়ে দুই মায়ের আহাজারি

পায়রা ফেরিঘাটের ইজারাদার মো. হাসান বলেন, জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে যানবাহন ও মানুষ চলাচলে সমস্যা হচ্ছে। গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার গাড়ি ফেরিতে উঠতে পারছে না। প্রায় চার ঘণ্টা পরে যান চলাচল শুরু হয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, একদিকে উজানের পানি নামছে অপরদিকে পূর্ণিমার কারণে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পায়রা নদীর পানি বিপদ সীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কোথাও নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ভেতরে পানি প্রবেশ করেনি।

সড়ক জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, আমরা এরই মধ্যে ফেরি ঘাটের সংযোগ সড়কগুলো ও ঘাটে ওঠার গ্যাংওয়ে উঁচু করার সিদ্ধান্ত নিয়েছি। পূর্ণিমার জোয়ারের চাপ কমলেই দ্রুত কাজ শুরু করবো।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।