ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০২:০৭ এএম, ০৭ জুলাই ২০২৩

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল খান সাজু (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার শংকরপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে বাগআঁচড়া-বাঁকড়া সড়কের শংকরপুর ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। সাজু শংকরপুর গ্রামের বাসিন্দা ক্যানসার আক্রান্ত সাইফুল ইসলামের ছেলে।

শংকরপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানজির জানান, সাজু মোটরসাইকেলে বাঁকড়ায় তার খালার বাড়িতে যাচ্ছিলেন। শংকরপুর ইটভাটার সামনে এসে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এসময় রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে সাজু মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎক ঢাকায় স্থানান্তর করতে বলেন। ঢাকায় যাওয়ার পথে বিকেল ৫টার দিকে নড়াইলে সাজুর মৃত্যু হয়।

শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে শংকরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে শাকিল খান সাজুকে দাফন করার কথা রয়েছে বলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা জানিয়েছেন।

মো. জামাল হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।