পদ্মা সেতু হয়ে রেল একদিন ভারত পর্যন্ত যাবে: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু রেল সংযোগ একদিন মোংলা বন্দর, পায়রা বন্দর এমনকি ভারতের সঙ্গেও সংযুক্ত হবে। ভারতের সঙ্গে সংযোগ হওয়ার কারণে মানুষ নিজের ঘরের সামনে থেকে রেলে চড়ে ভারতসহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন। চিকিৎসা, লেখাপড়ার জন্য আরও সুযোগ আমাদের দেশের মানুষ পাবেন।
শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের বাচামারা নদীর ওপর হাতিরঝিলের আদলে নির্মিত দাদাভাই সেতু উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় চিফ হুইপ আরও বলেন, পদ্মা সেতু অনেক আগেই আমরা পেতাম। বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার কারণে আমাদের সেতু করতে দেয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণে, কত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে, দেশের নিজস্ব অর্থায়নে আপনাদের (জনগণ) টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।

দাদাভাই সেতুটির দৈর্ঘ্য ২৪৫ মিটার, প্রস্থ ৭.৩ মিটার। সেতুর নির্মাণ ব্যয় প্রায় সাড়ে ২৯ কোটি টাকা।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম