ক্যাম্প থেকে রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৭ জুলাই ২০২৩

কক্সবাজারের টেকনাফে ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক রোহিঙ্গা নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

নিহত রাসু বেগম (২৩) টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ ব্লক-সি/৮ এর ওসমান গনির স্ত্রী।

টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭ এর মাঝি মোহাম্মদ নুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহের জের ধরে টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭ এর সি/৮ ব্লকের বসবাসরত রাসু বেগম ক্যাম্প সংলগ্ন ভাড়া বাসায় শয়নকক্ষে সিলিংয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে আশপাশের লোকজন এ ঘটনা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন টিডিএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশকে অবগত করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।