প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

আবারও রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৯ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ জুলাই) দুপুর ১টার দিকে আবু সাঈদ চাঁদকে ফরিদপুর চিফ জুডিসিয়াল ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক তরুন বাছার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিমেষ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৩ মে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। সেই মামলায় আবু সাঈদ চাঁদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।