‘কোনো রাজনৈতিক দল ভোট না করলে নির্বাচন বন্ধ থাকবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৯ জুলাই ২০২৩

কোনো রাজনৈতিক দল ভোট না করলে নির্বাচন বন্ধ থাকবে না। যথা নিয়মে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া নাগরিক ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। কাউকে নির্বাচনে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়।

রোববার (৯ জুলাই) বিকেলে শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনের ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আনিছুর বলেন, নির্বাচন কমিশন আয়োজন করে থাকে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বর্তমান কমিশন বরদাস্ত করবে না। গাইবান্ধার উপ নির্বাচনে অনিয়ম হওয়ায় আমরা নির্বাচন বাতিল করেছি। পুনরায় সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গোসাইরহাটের নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর অনিয়ম হলেই নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।

এ সময় আরও বক্তব্য দেন- জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।