পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রেম থেকে ধর্ষণ, গ্রেফতার যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১০ জুলাই ২০২৩

নাটোরে ধর্ষণ মামলায় মিজানুর রহমান (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৯ জুলাই) দিনগত রাত ১২টার দিকে লালপুর উপজেলার গোপালপুর দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর দক্ষিণপাড়ার প্রয়াত আফসার সরদারের ছেলে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় আটমাস ইন্সপেক্টর পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন মিজানুর। পরবর্তীতে মোবাইল ফোন ও ম্যাসেঞ্জারে আলাপের মাধ্যমে মিজানুর ঐ তরুণীর বিশ্বাস অর্জন করে তার কিছু নগ্ন ছবি ছবি সংগ্রহ করে। পরে তরুণীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় সে। এতে রাজি না হওয়ায় তরুণীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে এক লাখ ৩৮ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।

আরও পড়ুন: নির্বিঘ্নে চলছে ড্রেজারে বালু উত্তোলন, ক্ষতির শঙ্কায় স্থানীয়রা

কোম্পানি অধিনায়ক আরও জানান, ছবি ফিরিয়ে দেওয়ার কথা বলে ১২ মে তরুণীর বাড়ি যায় মিজানুর। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তরুণীকে ধর্ষণ করে। এঘটনায় ভুক্তভোগী সদর থানায় মামলা করলে গ্রেফতার এড়াতে ঘনঘন স্থান পরিবর্তন করতে থাকে মিজানুর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করে।

রেজাউল করিম রেজা/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।