আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১০ জুলাই ২০২৩

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শিবচর উপজেলার নিখলী চর-কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিহতরা হলেন- ভোলা জেলার আহম্মেদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৪৫), নড়াইল জেলার লোহাগাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা হোসেন (২২) ও রংপুরের কাউনিয়ার ফজলুর ছেলে একরামুল (৩৬)।

শিবচরের নিখলীর কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, নদ থেকে বালু উত্তোলন করে পাড়ে ফিরছিল বাল্কহেডটি। স্রোতের কারণে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় নিখোঁজ হন তিন শ্রমিক। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম খান বলেন, নৌ-দুর্ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।