জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারির কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১০ জুলাই ২০২৩

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে জয়পুরহাট শহরে শফিকুল ইসলাম নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারির কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম পৌরসভার সামনে মাস্টার কম্পিউটারের স্বত্বাধিকারী। তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অন্যের আইডি কার্ড দিয়ে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার দোকানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।