টেকনাফে অস্ত্র-গুলিসহ ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১১ জুলাই ২০২৩

কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) ভোররাত ৩টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়ন কুরাবুইজ্জ্যা পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও লম্বা ছোরা, লম্বা রাম দা, কিরিচ ও লোহার রড জব্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বেনাপোলে যুবলীগের নির্বাচনী প্রচারণায় যুবদল নেতা

গ্রেফতাররা হলেন-টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়ার মৃত মো. আলীর ছেলে আকতার হোসেন (৪০), ৯ নম্বর ওয়ার্ড খানকার ডেইলের মৃত হাজী আমীর হামজার ছেলে মো. ইউনুছ (৫৮) ও চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তরচঘাট পশ্চিম বাটাখালীর নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২৩)।

ওসি বলেন, টেকনাফের সাবরাং ইউপিস্থ কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। সোমবার দিনগত রাত ৩টার দিকে টেকনাফ থানার পুলিশের দুটি টিম অভিযানে অংশ নেয়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তিন ডাকাত টমটম (ইজিবাইক) যোগে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নৌকা ছেড়ে ধানের শীষে যোগ দিলেন ৩০ নেতাকর্মী

ওসি আরও বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে টেকনাফ, রামু ও ফেনী সদর থানায় একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

সায়ীদ আলমগীর/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।