সংশোধনাগারে নেওয়ার সময় পালালো আসামি, ৩ ঘণ্টায় গ্রেফতার
বরগুনা জেলা কারাগার থেকে বিআরটিসি বাসে পুলিশ প্রহরায় যশোর সংশোধনাগারে নেওয়ার সময় পালিয়ে যায় এক কিশোর আসামি। তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে তাকে ফের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরগুনার বমনা উপজেলার তুলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলখানা থেকে একজন এসআই মাহবুব আলম এবং কনস্টেবল আবু নাঈম ও কনস্টেবল প্রণব একটি বিআরটিসি বাসযোগে দুজন আসামিকে যশোর কিশোর সংশোধনাগারে নিচ্ছিলেন। বাসটি বামনার তুলাতলা নামক স্ট্যান্ডে থামালে জানালা দিয়ে একজন লাফ দিয়ে পালিয়ে যান। আসামি কিশোর হওয়ায় তাদের হাতে হ্যান্ডকাফ ছিল না।
বামনা থানা পুলিশের তৎপরতায় উপজেলার সোনাখালী এলাকা থেকে পালিয়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যে ওই কিশোরকে ফের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জাগো নিউজকে বলেন, আসামি পালানোর খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে বামনা থানা হেফাজতে আছে।
এসজে/এমএস