রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মিললো নারীর হাত-পা বাঁধা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১১ জুলাই ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে অজ্ঞাতপরিচয়ের মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

ওসি বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লকের কাঁটাতারের ৪০০ মিটার বাইরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহ রেখে চলে গেছে। আমরা ওই নারীর পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের মাঝি আজিজুল হক বলেন, দুপুর ১২টার দিকে নারীর অর্ধগলিত মরদেহটি চাকমারকুল ক্যাম্পের কাঁটাতারের বাইরে চাষের জমিতে পড়ে থাকতে দেখা যায়। আমরা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশকে খবর দিই। নিহত নারী রোহিঙ্গা হতে পারে।


সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।