গাজীপুরে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কোনাবাড়ীর হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকার কোনাবাড়ী হকার্স মার্কেট নামে একটি বিপণীবিতানে দুই শতাধিক কাপড়ের দোকান আছে। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ওই মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন লাগার খবরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট, কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি, কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১টা ১০মিনিটে নির্বাপণ করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
আমিনুল ইসলাম/এসজে/এমএস