ভারতে যেতে আর লাগবে না কোভিড-১৯ টিকার সনদ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১২ জুলাই ২০২৩

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা সনদ দেওয়া শিথিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে কেবল পাসপোর্ট-ভিসা থাকলেই যাতায়াত করা যাবে দু’দেশের মধ্যে। এতে খানিকটা ঝামেলামুক্ত হয়েছেন যাত্রীরা।

দেশ এবং বিশ্বের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি, আক্রান্ত ও মৃত্যুহার সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। পরে দেশের সব স্থলবন্দর, নৌবন্দর, বিমান বন্দর ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিঠির অনুলিপি পাঠানো হয়। এতে বুধবার (১২ জুলাই) থেকে বেনাপোল বন্দর দিয়ে কোনো টিকা সনদ বা কোভিড-১৯ পরীক্ষার কাগজ ছাড়াই পাসপোর্টধারীরা ভারত যাতায়াতের সুযোগ পাচ্ছেন।

জানা যায়, চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ প্রথম চীনই দেখা দেয়। এতে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সরকার বিদেশ ভ্রমণের ওপর নানা শর্ত ও বিধিনিষেধ জারি করে। ভ্রমণ নিষেধাজ্ঞায় ব্যবসা, চিকিৎসা ও উচ্চশিক্ষা গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছিল। বিদেশ থেকে ফিরে ১৫ দিনের কোয়ারেন্টাইন আবার বিদেশে যেতে কোভিড-১৯ পরীক্ষার সনদ গ্রহণে একদিকে ভোগান্তি অন্যদিকে অর্থদণ্ড গুনতে হয়েছে যাত্রীদের। একটি মহল সনদ নিয়েও নানা বাণিজ্য করেছে। বর্তমানে দেশ-বিদেশ সবখানে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় সবদিক বিবেচনা করে শর্ত শিথিল করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর।

ভারতগামী যাত্রী আব্দুল মান্নান বলেন, প্রতিদিন গড়ে ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকেন। যাদের ৫০ শতাংশ চিকিৎসা, ৩৫ শতাংশ দর্শনীয় স্থান ভ্রমণ, ৫ শতাংশ ব্যবসা ও ১০ শতাংশ উচ্চশিক্ষা গ্রহণে ভারতে যান। কোভিড-১৯ এর সব শর্ত তুলে নেওয়ায় ভোগান্তি ছাড়া স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছি।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা লক্ষিন্দার কুমার দে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি তারা হাতে পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। এখন থেকে কোভিড-১৯ এর সব শর্ত শিথিল করা হয়েছে। টিকা সনদ বা কোভিড-১৯ পরীক্ষার কোনো কাগজ ভারত ভ্রমণ বা ফেরার সময় লাগবে না। এ সংক্রান্ত নির্দেশনা চেকপোস্ট ইমিগ্রেশনে বিজ্ঞপ্তি টানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের নামে কারো সঙ্গে অর্থ লেনদেন না করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জামাল হোসেন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।