শনিবার থেকে ক্লাস বর্জনের ডাক


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৬ মার্চ ২০১৬

বান্দরবান সরকারি কলেজের এক শিক্ষককে হঠাৎ বদলি করায় শনিবার থেকে ক্লাস বর্জনের ডাক দিয়েছে শিক্ষারর্থীরা। বুধবার সকালে শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আবারও কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষারর্থীরা।

কলেজ ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, বান্দরবান সরকারি কলেজে শিক্ষক না দিয়ে হঠাৎ করে কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড.আরশাদ উল আলমকে কুমিল্লার দেবিদ্বার সরকারি কলেজে বদলি করা হয়েছে। এর প্রতিবাদে ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে।

বান্দরবান সরকারি কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন বাবলু জানান, আগামী শনিবার থেকে ক্লাস বর্জন, মানববন্ধন ও মহাপরিচালকের কুশপুতুল দাহের মতো কমর্সূচির ঘোষণা দেয়া হয়।

এর আগে মঙ্গলবার সকালে বদলি প্রত্যাহারের দাবিতে শিক্ষারর্থীরা বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।