ফরিদপুরের আকাশে উড়লো বাহারি রঙের ঘুড়ি
‘চলো হারাই শৈশবে’ এ শ্লোগানকে ধারণ করে ফরিদপুরের সালথা উপজেলায় প্রথমবারের মতো ঘুড়ি উৎসব হয়েছে। বর্ণিল এ ঘুড়ি উৎসব দেখতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমান।
শুক্রবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের ঘুড়িতে আকাশ ছেয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। এ সময় দর্শনার্থীদের উপস্থিতিতে উপজেলা পরিষদের চত্বর মুখরিত হয়ে ওঠে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় আরও ছিলেন, শাহদাব আকবর চৌধুরী লাবুর সহধর্মিণী শাহনাজ খুশি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক।

ঘুড়ি উৎসবে অংশ নেওয়া প্রতিযোগীরা বলেন, এটি অবশ্যই অন্যরকম একটি আয়োজন। সব বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। একদিনের জন্য হলেও আমাদের ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে।
এ বিষয়ে ইউএনও আক্তার হোসেন শাহীন বলেন, যুব সমাজকে মোবাইল ফোন, মাদকের আসক্তি ও বাল্য বিয়ে থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসব ও প্রতিযোগিতা প্রতিবছর অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/এসজে/এএসএম