পদ্মায় নিখোঁজের ৬ ঘণ্টা পর মিললো যুবকের মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৫ জুলাই ২০২৩

পাবনার ঈশ্বরদীতে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে নিখোঁজ রাব্বি ফকিরের (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের নলগাড়ী এলাকায় নদীতে ডুবে যায় রাব্বি। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি উপজেলা সাহাপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামের জামরুল ফকিরের ছেলে।

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির গাড়ি বহরে হামলা, আহত ২০

নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে রাব্বি তার চাচাতো ভাইসহ কয়েকজন যুবকের সঙ্গে নলগাড়ী এলাকায় পদ্মার শাখা নদীতে গোসলে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর ২টা ৩০ মিনিট থেকে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেন। সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদীর রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় ৬ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে রাব্বির মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

শেখ মহসীন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।