প্রবাসীকল্যাণমন্ত্রী

দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের ঘরে বসিয়ে রাখা অন্যায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৫ জুলাই ২০২৩

আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী, আর তাদের ঘরে বসিয়ে রাখা অন্যায় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে নবনির্মিত কারিগরি ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে এ কথা বলেন মন্ত্রী।

ইমরান আহমদ বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, আর তাদের ঘরে বসিয়ে রাখা অন্যায়। মুসলমানদের নেতৃত্ব প্রদানকারী দেশ সৌদি আরব। সেখানে মেয়েরা ঘরের বাইরে কাজ করতে পারলে আমাদের মেয়েরা কেন পারবে না? বর্তমানে প্রতিটি কাজে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে তাদের যদি পিছু টেনে ধরা হয় তাহলে তারা এগোতে পারবে না। সেই হিসাবে দেশও ৫০ ভাগ পিছিয়ে থাকে।

দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের ঘরে বসিয়ে রাখা অন্যায়

মন্ত্রী আরও বলেন, প্রবাসে টাকা আয়ের প্রধান হাতিয়ার হলো দক্ষতা ও ভাষা শেখা। তাই দক্ষ জনগোষ্ঠীর বিকল্প নেই। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা ও দক্ষতা বৃদ্ধিতে সরকার যে কার্যক্রম চালু করেছে তার ফলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের ঘরে বসিয়ে রাখা অন্যায়

তিনি আরও বলেন, ২০০৯ সালে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার ছিল এক শতাংশের কম যা বর্তমানে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ১৭ শতাংশের অধিক আর সবকটি মন্ত্রণালয় মিলে তা ২০ শতাংশের বেশি হবে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য ছিল তার দিকনির্দেশনায় আজ আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। ভবিষ্যতেও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও দক্ষ নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে পারবো।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, প্রকল্প পরিচালক মো. সাইফুল হক চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আতিক/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।