ফরিদপুরে বাসার সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৫ জুলাই ২০২৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে হাসামদিয়া গ্রামে একটি পরিবারের সদস্যদের অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর চক্র আট ভরি স্বর্ণালঙ্কার এবং পাট বিক্রির নগদ সাত লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার (১৫ জুলাই) সকালে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফরিদপুরে বাসার সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর হাসামদিয়া গ্রামের এনায়েত শেখ (৫০), তার স্ত্রী রুবা বেগম (৪০) এবং তাদের তিন মেয়ে অচেতন হয়ে পড়েন। এরপর গভীর রাতে দুষ্কৃতকারীরা দরজা ভেঙে প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ঘরে থাকা আট ভরি স্বর্ণালঙ্কার ও পাট বিক্রির সাত লাখ টাকা নিয়ে যান। এসময় এনায়েত শেখ ও তার স্ত্রীকেও মারধর করে চোর চক্র।

রুবা বেগম বলেন, শুক্রবার বিকেল থেকে পরিবারের সবাই ঘুম ঘুম বোধ করছিল। রাতে খাবার খাওয়ার পর সবাই অচেতন হয়ে পড়ি। রাত আনুমানিক ২টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের বেঁধে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা। এসময় আমাকে ও আমার স্বামীকে মারধর করে তারা।

ফরিদপুরে বাসার সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটিয়েছে। সকালে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই চুরির সঙ্গে জড়িতদের তাদের আটকের চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।