রোগী দেখতে গিয়ে পিকআপের ধাক্কায় স্বামীর মৃত্যু, হাসপাতালে স্ত্রী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৬ জুলাই ২০২৩

স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে রোগী দেখতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক মণ্ডল (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক। আর তার স্ত্রী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নিহত আব্দুল মালেক ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঝিনাইদহে পিকআপের ধাক্কায় দুই শিশুসহ নিহত ৪

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, শনিবার রাতে আব্দুল মালেক ও তার স্ত্রী মোটরসাইকেলে করে তাদের এক আত্মীয়কে দেখতে বিরামপুরের হাজি ক্লিনিকে যাচ্ছিলেন। পথে টাটকপুর বেলডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মালেককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আমাদের কাছে এখনো পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।