তাড়াশ পৌরসভায় প্রথমবারের মতো ভোটগ্রহণ কাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৬ জুলাই ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় প্রথমবারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে পৌরসভার ১০ কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

শনিবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ ও মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট, প্রত্যেক ভোটকেন্দ্রে ১০জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে থাকবে স্টাইকিং ফোর্স।

আরও পড়ুন: ইভিএমে কারচুপির সুযোগ নেই: ইসি রাশেদা 

এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) বাবুল শেখ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক আল-আমিন হোসেন ও স্বতন্ত্রপ্রার্থী শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত প্রার্থীদের কোনো অভিযোগ নেই।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন ও নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৮১৯ জন। এখানে তৃতীয় লিঙ্গের এক ভোটার রয়েছে।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।