খুলনায় আ.লীগের ৩৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
অবশেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশে খুলনার ৩৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার খুলনা জেলা আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করেন।
খুলনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ ই-মেইল বার্তায় উল্লেখ করেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এসএম মোস্তাফা রশিদী সুজা এমপি তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করেন।
বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক বারাকপুর ইউনিয়নের প্রার্থী গাজী হাফিজুর রহমান, জেলা সদস্য দিঘলিয়া সদর ইউনিয়নের হায়দার আলী মোড়ল।
কয়রা উপজেলা যুবলীগের সভাপতি সদর ইউনিয়নের এসএম শফিকুল ইসলাম। কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহেশ্বরীপুর ইউনিয়নের বিজয় কুমার সরদার। কয়রা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাগালী ইউনিয়নের আব্দুস সাগর পাড়। কয়রা উপজেলা যুবলীগের সদস্য দক্ষিণ বেতকাশী ইউনিয়নের মিজানুর রহমান খোকা, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য উত্তর বেতকাশী ইউনিয়নের শেখ লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য বাগালী ইউনিয়নের প্রার্থী রেজাউল গাইন।
পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা, লতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চিত্তরঞ্জন মন্ডল, পাইকগাছা উপজেলা যুবলীগের সদস্য দেলুটির ইউনিয়নের দিজেন্দ্রনাথ মন্ডল, গদাইপুর ইউনিয়নের সংসদ সদস্য শেখ নুরুল হকের ভাইয়ের ছেলে যুবলীগ নেতা শেখ সোহরাওয়ার্দি।
ডুমরিয়া উপজেলার সদর ইউনিয়নের যুবলীগ নেতা আব্দুস সালাম মাঝি, গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল ইসলাম, খর্ণিয়া ইউনিয়নের সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান বিপ্লব, রুদাঘরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গাজী তৌহিদুল ইসলাম, শোভনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত বৈদ্য, মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কার্তিক চন্দ্র মন্ডল, শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগ নেতা সাহস ইউনিয়নের শেখ রিপন ও ভান্ডারপাড়ার শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম লিটু।
তেরখাদা উপজেলা আওয়ামী লীগ নেতা ছাগলাদাহ ইউনিয়নের কামরুজ্জামান ওয়ালিছ, তেরখাদা উপজেলা আওয়ামী লীগ নেতা মধুপুর ইউনিয়নের কাজী কামাল হোসেন, সাচিয়াদাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক উকিল উদ্দিন লস্কর, বারাসাতের তরিকুল ইসলাম মোল্যা ও আজগড়া ইউনিয়নের বাদশা মল্লিক।
বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা জলমা ইউপির ভগবতি গোলদার, বটিয়াঘাটা সদর ইউনিয়নের মনোরঞ্জন মন্ডল, গঙ্গারামপুরের রামপ্রসাদ রায় ও রনজিত রায়, ভান্ডারকোট ইউনিয়নের ইসমাইল হোসেন বাবু ও আমিরপুরের হুজ্জত আলী।
ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের মনিরুল ইসলাম সরদার। দাকোপ সদর ইউনিয়নের সঞ্জয় কুমার, লাউডোব ইউনিয়নের সরজিত কুমার রায় ও কামারখোলা ইউনিয়নের সমরেশ রায়।
আলমগীর/এমএএস/আরআইপি