ইউপি নির্বাচন
সুন্দরগঞ্জে জামানত খোয়ালেন ৩১ প্রার্থী
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর্যাপ্ত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ ৩১ প্রার্থী।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সেকান্দার আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১৭ জুলাই) ব্যালট পেপারের মাধ্যমে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে দশ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৫ হাজার ৫৬৪ জন ভোটারের মধ্যে ২০ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলো।
উপজেলা নির্বাচন অফিস জানায়, নির্বাচনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও ৫ জন স্বতন্ত্রসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন ও সাধারণ ওয়ার্ডে ১৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী বলেন, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জামানতের টাকা ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। চন্ডিপুর ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ৩১ জন প্রার্থী ওই পরিমাণ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
শামীম সরকার শাহীন/এফএ/এএসএম