নেপালি পর্যটককে ছুরিকাঘাত, দুইমাস পর ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৯ জুলাই ২০২৩
পুলিশের হাতে আটক জাকির হোসেন

কক্সবাজারে ঘুরতে আসা নেপালি নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় জাকির হোসেন (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক ছিনতাইকারী জাকির কক্সবাজার পৌরশহরের ঘোনাপাড়া এলাকার আমজুল ছেলে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি জিল্লুর রহমান বলেন, ২৪ মে নেপালের নাগরিক রবি কুমার কক্সবাজার বেড়াতে আসেন। এদিন গাড়ি থেকে নামতেই ছিনতাইকারী দল তার স্বর্বস্ব কেড়ে নিতে গিয়ে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এসপি আরও বলেন, ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে প্রচেষ্টা চালিয়ে আসছিল। শহরের সব ছিনতাইকারীর ছবি সংগ্রহ করা হয়। ছবি দেখে মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত এলাকা থেকে জাকির হোসেন নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটককের পর তার ছবি নেপালী পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন। আটক ছিনতাইকারীকে আদালতে পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।