কৃষকের বিশেষ অঙ্গে প্রতিপক্ষের আঘাত, লাগলো ১৪ সেলাই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৯ জুলাই ২০২৩

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় বাগবিতণ্ডার জেরে বাবুল শেখ (৪৫) নামে এক কৃষকের বিশেষ অঙ্গে ধারালো অস্ত্র (বাটালি) দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার জব্বারের হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবুল শেখ বড়শিবাওয়া গ্রামের বাসিন্দা ।

তার স্ত্রী শারমিন বেগম ও ভাই বাহাদুর শেখ বলেন, মোড়েলগঞ্জের জিলবুনিয়া পীরের জমিতে গরু চরানো নিয়ে বাবুল তার প্রতিপক্ষ রাজ্জাকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাজ্জাক তার হাতে থাকা ধারালো অস্ত্র (বাটালি) দিয়ে বাবুলের বিশেষ অঙ্গে আঘাত করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বিশেষ অঙ্গে ১৪টি সেলাই লেগেছে।

অভিযুক্ত রাজ্জাক শেখ বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক। তিনি বলেন, আমাদের দুজনের সঙ্গে হাতাহাতি হয়েছে। ওই সময় পড়ে গিয়ে হয়তো বাবুল আঘাত পেয়েছেন। তাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়নি।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জিয়াউল আদনান রোমেল জাগো নিউজকে বলেন, বাবুলের বিশেষ অঙ্গে ১৪ সেলাই লেগেছে। বুধবার সকালে তাকে কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পেয়ে পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনা সম্পর্কে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।