নামাজের কথা বলে স্বামীর ফোন কেটে দেন জমিলা, অতঃপর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৯ জুলাই ২০২৩

মালয়েশিয়া প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার ফাঁকে আত্মহত্যা করেছেন জমিলা আক্তার (১৬) নামের এক নববধূ। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজারের ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়নের পালাকাটায় এলাকায় এ ঘটনা ঘটে।

জমিলা আক্তার ঈদগাঁওয়ের জাগিরপাড়া এলাকার শামসুল আলম সওদাগরের মেয়ে।

জমিলার ভাই মনির আহমেদের অভিযোগ, পাঁচ মাস আগে মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় জমিলার। বিয়ের পর স্বামী দেশে অবস্থানকালীন কয়েক মাস সুখে বাস করেছেন তারা। স্বামী বিদেশ চলে গেলে শাশুড়ি ছারা খাতুন ও ননদরা তাকে মানসিক নির্যাতন করতেন। এর জেরে মঙ্গলবার বিকেলে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন তারা।

নামাজের কথা বলে স্বামীর ফোন কেটে দেন জমিলা, অতপর লাশ উদ্ধার

ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। যে রুমে মরদেহ ঝুলছিল সে রুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও মনির যেহেতু চালের নিচ দিয়ে ঢুকতে পেরেছে তাই- এ মৃত্যুও রহস্যময়।

আরও পড়ুন: প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলা শেষে গৃহবধূর আত্মহত্যা

মোবাইলে নিহতের স্বামী নজরুল জানান, বিকেল ৪টা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত জমিলার সঙ্গে আমার কথা হয়েছে। কথার ফাঁকে মালয়েশিয়ায় মাগরিবের আজান হলে নামাজ পড়ে আবার কল দিতে বলে জমিলা ফোন কেটে দেয়। আমিও ১২-২০ মিনিট পর আবার কল করি। কিন্তু ফোন আর রিসিভ হচ্ছিল না।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় জমিলার মরদেহ উদ্ধার করে সুরতহল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যান।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।