কৃষকদল নেতা সজীব হত্যায় বিএনপির শোকর‌্যালি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২০ জুলাই ২০২৩

লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীব বাদল নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শোকর‌্যালি করেছে ভোলা জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে কালিনাথ রায়েরবাজার এলাকায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বরিশাল দালানের কাছে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

আরও পড়ুন: নিহত সেই যুবক কৃষকদল নেতা, আহত শতাধিক

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শোকর‌্যালিটি শেষ করেন।

এসময় বক্তারা বলেন, মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির এক দফা দাবিতে পদযাত্রায় কৃষকদল নেতা সজীব বাদলকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

জুয়েল সাহা বিকাশ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।