ঈশ্বরদী

সাবেক সাব-রেজিস্টারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:৩৭ এএম, ২১ জুলাই ২০২৩

পাবনার ঈশ্বরদীর সাবেক সাব-রেজিস্ট্রার আব্দুল হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকারের এক নম্বর খাস খতিয়ানভূক্ত তিন শতাংশ জমি জাল জালিয়াতির মাধ্যমে একজনের নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় পাবনার উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উপজেলার দড়িনাড়িচা গ্রামের দুর্গা দাসের ছেলে রঞ্জু দাস, সাবেক সাব রেজিস্ট্রার ও ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডের জিয়াউল ইসলামের ছেলে আব্দুল হান্নান এবং দড়িনাড়িচা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাবেক দলিল লেখক আবুল কালাম আজাদকে আসামি করা হয়েছে।

মামলা সূত্র জানায়, আসামিরা প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভূক্ত দড়িনাড়িচা মৌজার দুটি খতিয়ান থেকে ৩ শতাংশ জমি জালিয়াতির আশ্রয় নিয়ে ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দেন।

আরও পড়ুন: জেলা পরিষদ সদস্যসহ ৯ জনের বিরুদ্ধ দুদকের মামলা 

দলিল লেখক আবুল কালাম আজাদ খতিয়ান, মৌজা ও দাগ এবং খাজনা খারিজ করে দলিল লেখা সম্পাদন করার পর সাব রেজিস্ট্রার আব্দুল হান্নানের কাছে উপস্থাপন করেন। সাব রেজিস্ট্রার আব্দুল হান্নান অনৈতিক পন্থায় কোন কাগজপত্র যাচাই বাছাই না করেই ২২০৪ নম্বর দলিলে একই এলাকার তাসলিমা আক্তার মুন্নীর নামে রেজিস্ট্রি করে দেন। যা সরকারি সম্পত্তি আত্মসাতের সামিল এবং দুদকের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।

দুদক পাবনার সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন বলেন, আসামিরা সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে দুদকের আইন অনুযায়ী মামলা হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।