মদনে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২২ জুলাই ২০২৩

ঢাকার তারুণ্যের সমাবেশে যাওয়ার পথে নেত্রকোনার মদনে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) দিনগত রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- ওই উপজেলার নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, চানগাও ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির রাহিম উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা, যুবদল নেতা গোলাম মোত্তুজা খান পাখি, নূরুল আমীন, দেলোয়ার জাহান রতন, কামরুল আলম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক আতাউল হক হিমেল।

আরও পড়ুন: তাড়াশে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

বিএনপির একাধিক নেতা জানান, তারুণ্যের সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাত্রা শুরু করে। কিন্তু সমাবেশ যাতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিতে না পারে এর জন্য পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে গ্রেফতার অভিযান চালায়। এ অভিযানে মদন-কেন্দুয়া সড়ক থেকে মদন উপজেলার বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, সমাবেশে যাওয়ার পথে আমাদের ৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের মামলায় ৬ আসামি ও হেরন বিল নিয়ে সংঘর্ষের ২ আসামিকে গেফতার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।