৮ বছরের দ্বন্দ্বের অবসান, সংঘাত ছেড়ে শান্তির শপথ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৩ জুলাই ২০২৩

দীর্ঘ প্রায় আট বছর ধরে দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামে। মাঝে মধ্যেই তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তেন তারা। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, ফসল লুণ্ঠন ছিল নিত্যদিনের ঘটনা। তবে আর সংঘাত নয়, মিলেমিশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন দুই পক্ষই। নিয়েছেন শপথ।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভেন্নাতলা বাজারে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের ও পাচুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সরদারের উদ্যোগে ওই গ্রামের বিবদমান দুই পক্ষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি করা হয়।

jagonews24

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দ্বন্দ্বে হামলা-সংঘাত ছাড়াও দুই পক্ষের মামলা-মোকদ্দমায় গ্রামছাড়া অন্তত ৬০টি পরিবার। শরিফুল হত্যাসহ অন্তত ৪০টি মামলা চলমান। বর্তমানে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন পাচুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আমিনুর রহমান। অন্যপক্ষে সাবেক ইউপি মেম্বার এস এম হাবিবুর রহমান, হেমায়েত শেখ, শাহীন মোল্যা প্রমুখ।

তবে দুই পক্ষের দ্বন্দ্বের অবসান হওয়ায় এলাকায় ঈদের আনন্দ বিরাজ করছে। এ বিরোধ নিষ্পত্তিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।

শান্তি ও সম্প্রতি বন্ধনসভায় বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, আলফাডাঙ্গা থানার ওসি আবু তাহের, পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, বুরাইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া প্রমুখ।

একটি গ্রুপের নেতৃত্ব দানকারী ইউপি মেম্বার আমিনুর রহমান বলেন, গ্রামটিতে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের অবসান হওয়ায় আমরা আনন্দিত। আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান করতে অঙ্গীকারবদ্ধ হয়েছি। আশা করি সম্প্রতির এ বন্ধন অটুট থাকবে।

jagonews24

স্থানীয় বাসিন্দা শাহীন মোল্লা বলেন, ‘আমরা আর বিরোধ চাই না, সবাই শান্তিতে বসবাস করতে চাই। আজকের পর থেকে যোগিবরাট গ্রাম হবে শান্তি প্রতিষ্ঠায় উপজেলার মধ্যে রোল মডেল।’

পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সরদার বলেন, ৭-৮ বছর ধরে চলা বিরোধ মিটাতে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। আজ একটি সুষ্ঠু সমাধান করে দেওয়া হয়েছে। আশা রাখি ভবিষ্যতে তারা আর দ্বন্দ্ব-সংঘাতে জড়াবেন না।

আলফাডাঙ্গা থানার ওসি মুহাম্মদ আবু তাহের বলেন, গ্রামবাসী শপথ করেছেন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। ফের যদি কোনোপক্ষ দ্বন্দ্ব-সংঘাতে জড়ায় তাহলে স্থানীয়দের নিয়ে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, আমরা সবাই শান্তি চাই। বিবদমান দুই পক্ষকে মিলিয়ে দেওয়া হয়েছে। আশা করি তারা মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবেন।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।