নেত্রকোনা-৪ আসন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সাজ্জাদুল হাসান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৪ জুলাই ২০২৩

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান।

সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

আরও পড়ুন: নেত্রকোনা-৪ আসনে উপ-নির্বাচন ২ সেপ্টেম্বর

জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, সোমবার এই আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু শেষ সময় বিকেল ৪টা পর্যন্ত আর কোনো প্রার্থী এ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেননি।

তিনি আরও বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন নির্ধারিত আছে। এদিন সাজ্জাদুল হাসানের মনোনয়ন বৈধতা পেলে আর কোনো প্রার্থী না থাকায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: রেবেকা মমিনের মৃত্যু: নেত্রকোনা-৪ আসন শূন্য ঘোষণা

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান। এ কারণে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনী তফসিল ঘোষণা করে।

আরও পড়ুন: নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন আর নেই

তফসিল অনুযায়ী, মঙ্গলবার এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। বাছাইয়ে সাজ্জাদুল হাসানের মনোনয়ন বৈধতা পেলে আর কোনো প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী তাকে এমপি ঘোষণা করা হবে।

এদিকে, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

এইচ এম কামাল/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।