ডেকে নিয়ে বন্ধুকে খুন
নারায়ণগঞ্জের চানমারী এলাকায় মানিক (২৮) নামে এক যুবককে ডেকে নিয়ে খুন করেছে তারই বন্ধু।
সোমবার (২৪ জুলাই) রাতে চানমারী এলাকার দাউদ মিয়ার ছেলে শরিফের রিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত মানিক ফতুল্লার গাবতলী এলাকার আব্দুল সামাদের ছেলে।
আকবর নামে মানিকের এক বন্ধু বলেন, আমাদের এক বন্ধুর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাই ওর বাচ্চাকে দেখতে দেয় না। সেটা সমাধান করার জন্য শরিফ নামের আরেক বন্ধু মানিককে ডেকে নেয়। তখন মানিক আমাদের রেখেই সেখানে যায়। কিন্তু অনেকক্ষণ পাড় হয়ে গেলেও মানিক ফিরে না আসায় আমরা গ্যারেজে যাই। সেখানে গিয়ে দেখি মানিককে কুপিয়ে ফেলে রাখছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আগেও স্ট্রোক করেছিলেন’
এদিকে মানিকের মরদেহ খানপুর হাসপাতালে নিয়ে আসলে সেখানে পুলিশের সঙ্গে মানিকের স্বজনদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। মূলত মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য দিতে চাননি তার স্বজনরা। এতে পুলিশ বাধা দিলে স্বজনদের সঙ্গে মরদেহ নিয়ে টানাটানির ঘটনা ঘটে।
এ বিষয়ে মানিকের বড় বোন সীমা বলেন, আমার ভাই হত্যার বিচার পাবো না। তাই মরদেহ কেটে লাভ নাই। আমার ভাইয়ের কোনো দোষ ছিল না। শরীফ তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। দেশে কোনো বিচার নেই।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা এ নিয়ে কাজ করছি। অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/জেএস/জেআইএম