৫ শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় ভাসছে এমভি ময়ূর-৭


প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৭ মার্চ ২০১৬

চাঁদপুরের মেঘনার মোহনপুরে ৫ শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি ময়ূর-৭ লঞ্চের দু’টি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ইঞ্জিন দুটি বিকল হয় এবং তারপর থেকেই লঞ্চটি যাত্রী নিয়ে নদীতে ভাসছে। এ ঘটনার পর আতঙ্ক ও দুর্ভোগের মধ্যে যাত্রীরা রয়েছে।

লঞ্চে থাকা যাত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান জানান, লঞ্চটি ঢাকা থেকে দুপুর ১.৩০ মিনিটে ছেড়ে আসে। পথিমধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ লঞ্চের দু’টি ইঞ্জিনই বিকল হয়ে যায় এবং ৫ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি নদীতে ভাসতে থাকে। এখনো উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের উদ্ধারে বিকল্প লঞ্চ এমভি ময়ূর-২ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে বার বার টেলিফোন করেও তাদের পাওয়া যায়নি।

ইকরাম চৌধুরী/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।