ফরিদপুরে ব্রিজ নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ব্রিজ ধসে পড়া ও কাজে অবহেলার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়।
ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজিদ উর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।
অভিযানকালে দুদকের টিম এলজিইডি ও ভাঙ্গা উপজেলা প্রকৌশলীর কাছ থেকে অভিযোগে উল্লিখিত বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরে ব্রিজটি সরেজমিন পরিদর্শন করে উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায় দুদক। পরিদর্শনকালে দুদকের কর্মকর্তারা দেখতে পান ব্রিজটির গার্ডার ও কলাম নির্মাণ করা হলেও স্ল্যাব বসানো হয়নি। এছাড়া অ্যাপ্রোচ সড়কও নির্মাণ করা হয়নি।
এসময় স্থানীয়রা দুদক টিমকে জানান, পাটাতনের নিচে বাঁশের খুঁটি দিয়ে সেন্টারিংয়ের কাজ ভালোভাবে করা হয়নি। এজন্য পানির চাপে বাঁশের সেন্টারিং ভেঙে পড়ে যায়।
এ বিষয়ে ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, অভিযানকালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের কেউ উপস্থিত থাকতে উদাসীনতা প্রকাশ করে। এনফোর্সমেন্ট টিম ব্রিজটির কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
এন কে বি নয়ন/এমআরআর/এএসএম