ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৬ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পের নিজ ঘর থেকে মো. ইসহাক (৫০) নামে এক রোহিঙ্গাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২/ইষ্টের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. ইসহাক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ব্লক-এ/১ মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কাঁটাতারের বাইরে মিললো যুবকের মাটিচাপা মরদেহ

নিহতের পরিবারের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার ২৬ জুলাই সকাল ৭টার দিকে অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসীরা ইসহাককে তুলে নিয়ে যায়। পরবর্তীতে দুপুর ১২টার দিকে ক্যাম্প-২/ইষ্ট এর ব্রিজের নীচে তার মরদেহ পাওয়া যায়। নিহতের চোখের উপর, হাতে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

এস আই বরকত উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি এপিবিএন পুলিশের সহায়তায় উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।