মোংলা বন্দরে ভিড়েছে রুশ জাহাজ ‘ইসানিয়া’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৬ জুলাই ২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রুশ জাহাজ এমভি ইসানিয়া। বুধবার (২৬ জুলাই) বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি।

আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুই রাশিয়ান জাহাজ

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ২৭০ মেট্রিকটন মেশিনারিজ পণ্য নিয়ে ২ জুলাই রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে এমভি ইসানিয়া। বুধবার বিকেল ৩টার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। বিকেল ৪টা থেকে জাহাজটি থেকে ৪৪২ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হয়। পণ্য খালাস শেষে জাহাজটি শুক্রবার মোংলা বন্দর ত্যাগ করবে।

এর আগে গত ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।